রাঙামাটিতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

দেশের খবর পার্বত্য সংবাদ রাঙ্গামাটি স্বাস্থ্য

ঢাকার শাহাবাগে চিকিৎসক ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাঙামাটির ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে রাঙামাটি মেডিকেল কলেজ গেইটের সামনে ইন্টার্ন চিকিৎসক পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চিকিৎসদের শান্তিপূর্ন আন্দোলনে পুলিশ হামলায় জড়িতদের বিচার, স্নাতকোত্তর চিকিৎসকদের বেতন—ভাতে ৫০ হাজার টাকা করা, ইন্টার্ন চিকিৎসকদের সম্মানী নূন্যতম ৩০ হাজার করা, চিকিৎসা সুরক্ষা আইন প্রনয়ন, অবিলম্বে ইন্টার্ন চিকিৎসকদের আবাসন নিরসন, ২৫০ শয্যা জেনারেল হাসাাতাল ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিসহ প্রশিক্ষণরত চিকিৎসকদের বেতন—ভাতা বৃদ্ধিসহ ছয় দফা দাবী জানানো হয়।
মানববন্ধনে রাঙামাটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি একেএম কামরুজ্জামান রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিতত মানববন্ধনে উপস্থিত ছিলেন , সাধারন সম্পাদক রিদওয়ান আহমেদ রিমন, যুগ্ন সম্পাদক জান্নাতুল নাঈম চৌধুরী, দপ্তর সম্পাদক এমদাদুল হক ফাহিম প্রমুখ। মানবন্ধনে রাঙামাটি মেডিকেল কলেজের কর্মরত ইর্ন্টান চিকিৎসকরা অংশ নেন।

মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসক পরিষদ নেতারা বলেন, ঢাকার শাহবাগে প্রশিক্ষণরত চিকিৎসকরা তাদের বেতন—ভাতা বৃদ্ধির দাবীতে শান্তিপুর্ণ আন্দোলনের সময় পুলিশের ন্যাক্কারজনক হামলায় চিকিৎসক আহত হয়েছেন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হামলার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার পাশাপাশি চিকিৎসক নিগ্রহের প্রতিরোধের চিকিৎসক সুরক্ষা আইন প্রনয়নসহ ছয় দাবী বাস্তবায়নের জন্য জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান। একইসাথে রাঙামাটি মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের আবাসান সংকট নিরসন করার দাবিও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *